Tuesday, 2 July 2013

মাঝে মাঝে কাদতে হয়-II (এক জ্বলন্ত পশ্চিমবঙ্গ)

চিত্কার   (The Scream)

চারিদিকে সন্ত্রাস !

যেন হাজারটা নরকঙ্কাল কাল নৃত্যে মত্ত হয়ে 

ঝাপিয়ে  পরে এক প্রজ্বলিত ধুমকেতুর গর্ভে 

এই উত্তাপের সামনে তোমার উষ্ণতা যদিও অবিবেচ্য, নিতান্তই নগন্য- 

উচ্চবিত্ত নাগরিকত্বের খোলস ছেড়ে বেরিয়ে আশা যে কত কঠিন
  
আমি জানি-

যাবতীয় প্রতিবাদ সেখানে বদ্ধ হয়ে যায় কবিতার কারাগারে ,

তোমার পিছনে চেয়ে দেখো ,

এক জ্বলন্ত পশ্চিমবঙ্গ  তোমায় তাড়া করেছে,

আর তার জমি থেকে উঠছে ডাকিনিদের নাভিশ্বাস !!!

পরে নাও কবিতার বর্ম  - নিয়ে এস মুখে শিক্ষিত , মার্জিত সহমর্মিতা 

আর…উচ্চস্বরে  কাঁদো... .!




প্রতিধ্বনি (The Echo
                                       
তোমার চোখের জল হয়ত বা মাটিতে পরেই বাষ্পীভূত 

হয়ত বা তার আগেই …

কিন্তু যদি হয় আরেকটা ফরাসী  বিপ্লব?


রক্তের বদলে যদি ঝরে অশ্রু বন্যা?

তা থেকেই হোক মন্দাকিনী !

যাতে শান্তিতে স্নাত হবে সেই সব নর-কঙ্কাল 

যারা দধীচির বংশধর !

যাদের ক্ষত থেকে বেরোনো আগুনে আজ জ্বলছে  পশ্চিমবঙ্গ !


হতাশা  (The frustration)

যদিও আমরা সবাই আসলে মৃত 

যদিও আমার শব এ  বাঁচে আজ রাজনীতি ঘুনপোকা 

যদিও আমাদের রক্তে পুরনো ব্যাধি ,

যদিও আমরা সবাই আসলে বোকা 

যদিও কবিতা আজ ও মুখ  লোকাবার মুখোশ 

তবুও আজ দশমী 

আজ বিসর্জনের বাঁধ বাধ;

মাঝে মাঝে কাদতে হয়, 

মাঝে মাঝে কাঁদো ....
                                        


1 comment: